odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

odhikarpatra | প্রকাশিত: ১৩ January ২০২৫ ২০:০১

odhikarpatra
প্রকাশিত: ১৩ January ২০২৫ ২০:০১

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জনের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। উল্লেখ্য, এই ছয়জন অদ্যাবধি শপথ গ্রহণ করেননি।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও ডা. অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয়জনকে গত ২ জানুয়ারি নিয়োগ দিয়েছিল সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: