odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

পরিবেশ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক

odhikarpatra | প্রকাশিত: ২২ January ২০২৫ ১৯:৪০

odhikarpatra
প্রকাশিত: ২২ January ২০২৫ ১৯:৪০

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’আফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ বুধবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার উদ্ভাবনী ও টেকসই নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ট্রেসি অ্যান জ্যাকবসন নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে সমর্থনের আশ্বাস দেন।

তিনি পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

দুই পক্ষই পরিবেশগত টেকসই ও অভিযোজনের লক্ষ্যে যৌথ উদ্যোগসহ আরও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়ে একমত পোষণ করেন।

এই বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্বকে প্রতিফলিত করবে। সভায় পরিবেশ সচিব এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: