odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ২৯ January ২০২৫ ২২:১২

odhikarpatra
প্রকাশিত: ২৯ January ২০২৫ ২২:১২

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিনিধি দল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আজ বুধবার রাজধানীর গুলশানে কমিশন কার্যালয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় তারা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: