odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রান বাংলাদেশ ম্যারাথনে চ্যাম্পিয়ন ইমরান-শাওলিন

odhikarpatra | প্রকাশিত: ১৫ February ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৫ February ২০২৫ ২৩:৫৩

রান বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথনে’ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান হাসান। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন শাওলিন সিগমা। দ্বিতীয়বারের মতো এ ম্যারাথন অনুষ্ঠিত হলো।

গতকাল হাতিরঝিলে অনুষ্ঠিত হয় তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিলোমিটার আন্তর্জাতিক ম্যারাথন। দেশ-বিদেশের প্রায় ২ হাজার ৫০০ দৌড়বিদ অংশ নেন এই ম্যারাথন প্রতিযোগিতায়।

ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তা দেওয়া ও সুস্থ জীবনের প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে এ ম্যারাথনের আয়োজন করে রান বাংলাদেশ।

ম্যারাথনে দু’টি ইভেন্টে অংশ নেন দৌড়বিদরা। এতে ২৫ কিলোমিটার দৌড়ে ১ ঘন্টা ৩৩ মিনিট ২৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন ইমরান হাসান।

এই বিভাগে দ্বিতীয় তানিম আল জিসান এবং তৃতীয়স্থান পান তাপস রঞ্জন ঘোষ।

মেয়েদের বিভাগে ২ ঘন্টা ৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন শাওলিন সিগমা। দ্বিতীয় হয়েছেন পারুল দাস ও তৃতীয় হন রেবেকা সুলতানা ভূঁইয়া।

ম্যারাথনের আকেটি ইভেন্ট ছিল ১০.৩ কিলোমিটার দৌড়। এতে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দ্বীপ তালুকদার। মেয়েদের বিভাগে হামিদা আক্তার জেবা চ্যাম্পিয়ন হয়েছেন।

এছাড়া ৩ কিলোমিটার কিডস রানে বালক বিভাগে অভি ইসলাম ও বালিকা বিভাগে সামিহা স্নেহা চ্যাম্পিয়ন হন।

নতুন প্রজন্মকে উৎসাহি করার পাশাপাশি সুস্থ জীবনযাত্রার প্রচারের জন্য বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে দেশে খেলাধুলার উন্নয়নে কাজ করে যাওয়া রান বাংলাদেশ।

পুরো আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত রান বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ। তিনি বলেন, ‘আমরা আমাদের দ্বিতীয় আয়োজন নিয়ে অত্যন্ত গর্বিত। দৌড়বিদদের উৎসাহ, জনগণের সমর্থন এবং স্পনসরদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আমরা শুধু সুস্থ জীবনযাত্রাকে উৎসাহিত করছি না, ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তাও দিচ্ছি। এই আয়োজনটি ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হওয়ায় এটি কেবল একটি প্রতিযোগিতাই ছিল না, এটি একটি মিলনমেলা ছিল। ভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এখানে একত্রিত হয়েছিলেন দৌড়ের প্রতি ভালোবাসার টানে।

আগের দিন অনুষ্ঠিত হয় রেস। যেখানে অংশগ্রহণকারীরা রেস কিট সংগ্রহ করেন এবং দেশের সেরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের অ্যাথলেটদের পুরস্কার দেওয়া হয়।

আয়োজনটি সফল করতে স্পনসররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরমধ্যে অন্যতম হলো- টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো-স্পনসর ক্লেমন, সহযোগি পার্টনার প্রথম আলো, ইলেক্ট্রলাইট জুস পার্টনার তাকা ইলোকট্রেলাইট জুস, কফি পার্টনার আমা কফি, টি-পার্টনার কাজী অ্যান্ড কাজী টি, স্বাস্থ্য সেবা পার্টনার ইউনাইটেড হাসপাতাল, মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন, হসপিটালিটি পার্টনার বেজক্যাম্প, স্ট্র্যাটেজিক পার্টনার রোপ-৪, মিরপুর ফেন্সিং ক্লাব কমিউনিটি, এনগেজমেন্ট পার্টনার ভ্রমণকন্যা, ম্যাগাজিন পার্টনার আইস টুডে।



আপনার মূল্যবান মতামত দিন: