odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

কক্সবাজার মেরিন ড্রাইভ রেইসের পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান

odhikarpatra | প্রকাশিত: ২৮ February ২০২৫ ১৮:০৪

odhikarpatra
প্রকাশিত: ২৮ February ২০২৫ ১৮:০৪

কক্সবাজার এরিয়া পরিদর্শন ও তার মেরিন ড্রাইভ রেইসের পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে 'রাইড ফর গ্লোরি' বার্তাকে ধারণ করে প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ মেরিন ড্রাইভ রেইস-২০২৫ (সাইক্লিং প্রতিযোগিতা) আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে লরা তুরিনি (ব্রাজিল) ও সৈয়দ মুবিন।

এছাড়াও, নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর বয়সী) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজার এর ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান ট্রাস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত 'কর্পোরেট নাইট-২০২৫' শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: