odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ

odhikarpatra | প্রকাশিত: ১২ March ২০২৫ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১২ March ২০২৫ ২৩:৪৭

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত বছর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন।

বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মাহমুদুল্লাহ অবসরের ঘোষনা দেন। সেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।
বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদ উল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’

সবশেষে কঠিন সময়ে পাশে থাকায় ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী ও সন্তানদের।

এসময় বাংলাদেশ দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবসর নেবার এক সপ্তাহের মধ্যে এবার বিদায় নিলেন মাহমুদুল্লাহ।

১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ বেশ কিছু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। যে কারনে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই তিনি বিবেচিত হবেন। ওয়ানডে বিশ্বকাপে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে তিনি তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে দুটি এসেছে ২০১৫ সালে, অন্যটি ২০২৩ সালে।

বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৩৯টি ওয়ানডে, ৫০টি টেস্ট ও ১৪১টি টি২০ ম্যাচ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মাহমুদুল্লাহ ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেন। তার আগে এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩৬.৪৬ গড়ে ওয়ানডেতে তিনি সংগ্রহ করেছেন ৫৬৮৯ রান। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মাহমুদুল্লাহর। শেষটাও করলেন ওয়ানডে দিয়েই।

এ ছাড়া ৫০ টেস্ট খেলে ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। এর মধ্যে ১৬টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ৫ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ টি-টোয়েন্টি খেলেছেন ১৪১টি। যেখানে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান। বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন: