odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত ।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ April ২০২৫ ২৩:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ April ২০২৫ ২৩:৪৪

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

‎১৬  এপ্রিল  রোজ বুধবার সকাল  ১০ ঘটিকার সময়  বাংলাদেশ জাতীয়তাবাদী  যুব দল টঙ্গীবাড়ী উপজেলার যুবদলের উদ্যোগে  পদ্মার পাড়ে বানারী ইউনিয়নের অন্তর্গত মিয়া বাড়িতে বনভোজনের  আয়োজন করা ।

‎বনভোজনের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি যুবদলের আহ্বায়কমোহাম্মদ আনিছুর রহমান বেপারী  (ভিপি) ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মহসিন খান বাবু

‎উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
‎থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক
‎আক্তার হোসেন মল্লিক,থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক হাবিব হালদার,,থানা যুব দলের ১নং সদস্য মো আসলাম সিকদার ,
‎,থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ,,থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক মজিবুল ইসলাম সাগর,থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক ,সাইফুল ইসলাম সিকদার, থানা যুব দলের সদস্য আলমগীর হোসেন মৃধা,থানা যুবদলের যুগ্ন
‎সাধারণ সম্পাদক লিখন,কে শিমুলিয়া ইউনিয়ন যুবদলের  সাধারণ সম্পাদক
‎সেলিম বেপারী , কে শিমুলিয়া যুব দলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম
‎মালয়েশিয়া শাখা যুব দলের অর্থ বিষয়ক সম্পাদক‌  সম্পাদক আঃহাকিম দেওয়ান,মিন্টু,রিপন ভৃইয়া, জাকির, শাখাওয়াত আলম সহ টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়নের প্রায় এক থেকে দেড়শ নেতাকর্মী নেতাকর্মীরা
‎ অংশগ্রহণ করেন ।

‎আনন্দধন মধ্য দিয়ে  বনভোজনের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন: