odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় ৮০ সহস্রাধিক মানুষের ঘরবাড়ি ত্যাগ: রাষ্ট্রীয় গণমাধ্যম

odhikarpatra | প্রকাশিত: ২৫ June ২০২৫ ১১:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৫ June ২০২৫ ১১:৫৩

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌতে ভয়াবহ বন্যার কারণে ৮০ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি এ তথ্য জানায়।


রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দুটি ক্ষতিগ্রস্ত কাউন্টিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। 

সেখানে বন্যা নিয়ন্ত্রণ জরুরি ব্যবস্থা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, রোংজিয়াংয়ের একটি ক্ষতিগ্রস্ত কাউন্টিতে একটি ফুটবল মাঠ ‘তিন মিটার পানির নিচে ডুবে গেছে’।

লং তিয়ান নামে একজন বাসিন্দা সিনহুয়াকে বলেন, ‘পানি খুব দ্রুত বেড়ে যায়। ’লং বলেন, ‘আমি উদ্ধারের অপেক্ষায় তৃতীয় তলায় ছিলাম। বিকেল নাগাদ আমাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।’ সিনহুয়া জানায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ৮০হাজার ৯০০ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে গেছে।

চীন গ্রীষ্মের চরম আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

এই সপ্তাহের দিনগুলো ছিল বছরের সবচেয়ে উষ্ণতম কয়েকটি দিন। কর্তৃপক্ষ  রাজধানী বেইজিংয়ের জন্য দ্বিতীয় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করেছে।

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: