odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এনসিপির ওপর, গণতন্ত্রের সংকট নিয়ে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

odhikarpatra | প্রকাশিত: ২০ September ২০২৫ ২৩:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২০ September ২০২৫ ২৩:৪৬

অধিকারপত্র ডটকম 

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে। তিনি শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ তৃতীয় সংলাপে বলেন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়ার হাতে বন্দি হয়ে গেছে এবং জনগণ প্রকৃত প্রতিনিধিত্ব হারাচ্ছে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে নয়, কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। তিনি নাগরিকদের পরামর্শ গ্রহণের মাধ্যমে সীমাবদ্ধতা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করার প্রতিশ্রুতি দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন: "রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। মানুষ এনসিপির কাছ থেকে নতুনত্ব প্রত্যাশা করছে। আমরা ভুল স্বীকার করতে পারি, পরামর্শ নিয়ে সংশোধন করব।"

 



আপনার মূল্যবান মতামত দিন: