সিলেট ব্যুরো | প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট-৪, ৫ ও ৬ নম্বর আসনের জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন,
“আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে। কিন্তু বাধা দেখলে ভীত হওয়া যাবে না। আল্লাহর ওপর ভরসা করে আমরা সামনে এগিয়ে যাব। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দেবে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে। এজন্য সকল দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“অতীতের শাসকরা দুর্নীতি, লুটপাট ও জনগণের সম্পদ শোষণ করলেও জনগণের ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য কাজ করেনি। আমাদের দুই মন্ত্রী সততার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আল্লাহর ওপর ভরসা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের জাতীয় নেতারা দেশ ও ইসলামের জন্য শহীদ হয়েছেন কিন্তু অন্যায়ের কাছে মাথানত করেননি।”
তিনি যোগ করেন,
“সকল ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে, বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবে না। কেউ ভুল করলে নিঃসংকোচে ক্ষমা চাইতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল ক্ষেত্রে বিনয়ী হতে হবে।”
সম্মেলনের অন্যান্য বিশিষ্ট বক্তা ও উপস্থিতির তথ্য
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাশুক আহমদ সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন—
- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট-৬ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন
- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম
আরও বক্তব্য রাখেন—
- জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান
- জেলা নায়েবে আমির ও সিলেট-৫ আসনে মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান
- মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল
- জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন
- সিলেট-৩ আসনে মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ
- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন
- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান
- জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাস্টার নূরুল ইসলাম
- ৪, ৫ ও ৬ নম্বর আসনের নির্বাচনী পরিচালকরা এবং ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি অবু আইয়ুব মঞ্জু
সম্মেলনে সংশ্লিষ্ট আসনের উপজেলা ও পৌরসভার আমির, নায়েবে আমির ও সেক্রেটারিরা ছাড়াও অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: