ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

 তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের মানবাধিকার সম্পর্কিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন প্রত্যাখান করেছেন।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৮ ১৪:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৮ ১৪:৩৯

তথ্যমন্ত্রী রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সদ্য প্রকাশিত মাকিৃন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  তিনি বলেছেন,


 ‘সরকারের কোনো ভাষ্য না নিয়ে একতরফাভাবে তৈরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন মনগড়া, ভিত্তিহীন ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’

তিনি বলেন,যুক্তরাষ্ট্র সরকার একতরফাভাবে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির উপর বার্ষিক প্রতিবেদন দিয়ে আসছে। এটা তাদের একতরফা পদক্ষেপ। যে সকল দেশের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রতিবেদন দেয়, সৌজন্যমুলকভাবেও সেসব দেশের সরকারের বক্তব্য বা মতামত নেয় না।
তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো দেশের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক বিষয়ে প্রতিবেদন তৈরির সময় সেদেশের সরকারের ভাষ্য না নেয়া কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশের ওপর এ প্রতিবেদন তৈরির আগে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য নেয়া উচিত ছিল। তা না করে এ ধরনের মনগড়া ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’
‘এ রিপোর্টে যে বেসরকারি সংস্থাগুলোর বরাত দেয়া হয়েছে তাদের বক্তব্যও পরষ্পরবিরোধী’-এ কথা উল্লেখ করে ইনু বলেন, এদের মধ্যে একটির নাম ‘অধিকার’। ২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতের সমাবেশ শেষে তারা হাজার হাজার মানুষ নিহত হয়েছিল বলে প্রতিবেদন দেবার পর তথ্য মন্ত্রণালয় থেকে তালিকা চাওয়া হয়েছিল। এনজিও ‘অধিকার’ তালিকা দিতে ব্যর্থ হয়। এমন এনজিও’র বরাতে তৈরি প্রতিবেদন সঠিক হবার কথা নয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম খুবই সরব এবং নিঃসংকোচে মত প্রকাশ করে বলে রিপোর্টে স্বীকার করে নেবার পরও বলা হয়েছে সরকারবিরোধী বক্তব্যের জন্য তাদের সাথে সরকারের নেতিবাচক সম্পর্ক, এ অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘সমালোচনার জন্য কোনো গণমাধ্যমের সাথে সরকারের নেতিবাচক আচরণের ঘটনা নেই। এদেশের গণমাধ্যম জীবন্ত এবং সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। কথা বলার অধিকারের উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই। সাংবাদিক কেউ নিজেকে নিয়ন্ত্রণ করেন বা কেউ দমন পীড়নের আতংকে আছেন, এমন অভিযোগও নেই।’
গণমাধ্যমের লাইসেন্স প্রদানের বিষয় ব্যাখ্যা করে তথ্যমন্ত্রী বলেন, ‘রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের লাইসেন্স আইন অনুযায়ী প্রকৃত উদ্যোক্তাদের দেয়া হয়, রাজনৈতিক বিবেচনায় নয়।’
এনজিও হিসেবে জামায়াতে ইসলামী সভা করার অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ খন্ডন করে হাসানুল হক ইনু বলেন, ‘যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনকে সভা-সমাবেশ করতে হলে বিশ্বের সকল দেশের মতো এখানেও অনুমতি নিতে হয়। আর জামাতে ইসলামী একটি রাজনৈতিক দল। কোনো এনজিও না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই নিজেকে বিতর্কিত করে অবসর নিয়েছেন। তার বিষয়ে মার্কিন ওকালতি দুঃখজনক।’
প্রতিবেদনে উল্লেখিত বিচারকদের ঘুষ গ্রহণের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এ দেশের আইনে ঘুষ খাওয়ার কোন ব্যবস্থা নেই, খেলে শাস্তি হয়। বিচারকবৃন্দ এবং আদালতের কর্মকর্তাদের বিরূদ্ধে ঘুষের অভিযোগ এলে তদন্ত হয়। প্রতিকার হয়। মার্কিন প্রতিবেদনের এ ঢালাও মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিচার বহির্ভূত হত্যাকান্ডের অভিযোগ খন্ডন করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনার দায়মুক্তির বিধান বাংলাদেশে নেই। অতীতের সামরিক-স্বৈরশাসন আমলে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ড ও আরো কিছু অপরাধের জন্য দায়ীদের দায়মুক্তি দেয়া হয়েছিল। শেখ হাসিনার সরকার সে দায়মুক্তির বিধান বাতিল করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ‘বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটলে তদন্ত হয়, শাস্তি হয়, কারো দায়মুক্তি নেই।’



আপনার মূল্যবান মতামত দিন: