odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

জনগণের কষ্টার্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ August ২০১৮ ১৯:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ August ২০১৮ ১৯:৫৩

 

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অর্থনৈতিক লেনদেনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নবনিযুক্ত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
প্রেস সচিব জয়নাল আবেদিন রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বাসস’কে বলেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের কষ্টার্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করুন। আপনাদের যথাসময়ে অডিট কার্যক্রম নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্রপতি হামিদ সিএজি ও সংশ্লিষ্ট অন্যদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহৃত জনগণের অর্থ যেনো নিয়ম-কানুন মেনে ব্যয় করা হয়, তা নিশ্চিত করার আহবান জানান।
জনগণের অর্থ ব্যয়ে সিএজি’র ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ নির্ধারিত সময়ের মধ্যে অডিট আপত্তি নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
সিএজি তার দায়িত্ব সঠিকভাবে পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: