odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

‘বন্দুকযুদ্ধে’ মুন্সীগঞ্জে ১২ মামলার আসামি  নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ August ২০১৮ ১১:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ August ২০১৮ ১১:২৪

 

আহত র‍্যাব সদস্যদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি মোবাইল, ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবব ১১ সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম জানান, লৌহজং উপজেলার কুমাড়ভোগ পদ্মা সেতু পুনর্বাসন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে শুক্রবার (১০ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে র‍্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদকব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় ঘটে। এ সময় ৪-৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিহত মকবুলের নামে লৌহজং থানায় ১২টির মতো মামলা রয়েছে। তিনি জামিনে মুক্ত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: