odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

গুড়ার শেরপুরে দুঃস্থ্যদের মাঝে নবারুন ঐক্য সংঘের পায়ে চালিত ভ্যান বিতরণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ August ২০১৮ ০০:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ August ২০১৮ ০০:০৬


শেরপুর ) প্রতিনিধি
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নবারুন এক্য সংঘের বাস্তবায়নে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার, ঝাজর, হুসনাবাদ, বেড়েরবাড়ি ও শুভগাছা গ্রামের সমাজের দুঃস্থ্য অসহায় ও সুবিধা বি ত মানুষের মাঝে বিনামূল্যে পায়ে চালিত ১৩ টি ভ্যান গাড়ি ১৮ আগস্ট শনিবার সকালে বিতরণ করা হয়।
এ সময় নবারুন ঐক্য সংঘের সভাপতি আহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব, সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম, নির্বাহি পরিচালক তানিয়া পারভিন, ইউপি সদস্য আনছার আলী, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ প্রমূখ।
বক্তারা বলেন, এই ভ্যান দিয়ে যে টাকা আয় করবেন সেই টাকা দিয়ে সংসার চালাবেন ও আপনাদের মেয়ের লেখাপড়ার জন্য ব্যায় করবেন। কেউ এই ভ্যান বিক্রি করতে পারবেন না। তাছাড়া কেউ আপনার সন্তানকে বাল্য বিয়ে দিবেন না।

মোঃ আবু জাহের



আপনার মূল্যবান মতামত দিন: