odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪৭

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ September ২০১৮ ১৬:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ September ২০১৮ ১৬:৩৬

 

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও
অন্তত ৪৭ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা
হলো এসআর গাড়ির সুপারভাইজার তাজ (৪৫) ও চাঁনি পরিবহনের
ড্রাইভার সাজ্জাদ হোসেন মিঠু (৩৫)। গতকাল ১ সেপ্টেম্বর
শনিবার দিবাগত মধ্যরাতে রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শি, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত
পৌনে ১টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের
মহিপুর নামক স্থানে বগুড়াগামী এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-
১৪-৭৯১৪) ও ঢাকাগামী চাঁদনী পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-
০১৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদনি পরিবহনের ড্রাইভার
গোবিন্দগঞ্জের বামুনিয়া পাড়ার রঞ্জু মিয়ার পুত্র সাজ্জাদ হোসেন
মিঠু নিহত হয় ও ৩৯ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

করা হয়েছে। অপরদিকে রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-বগুড়া
মহাসড়কের ধুনট মোড়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ কে
বগুড়াগামী এস আর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।
এতে কোচের সুপাভাইজার বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার তাজ
নিহত হয়।
মহিপুরে উল্লেখ যোগ্য আহতরা হলো, নুরবানু (২৫), রোমানা
(২৪), নাজমা (২২), মেহেদুল (২২), টুম্পা (২২), পুলিশের এসআই
মোফাজ্জল (৩২) সহ ৩৯ জন।
অপরদিকে ধুনট রোড মোড়ে আহতরা হলো তোহিদুল (২৫),
রোমান (২২), রোমা হক (২৪) আহসান হাবিব (২০) সহ ৮ জন।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রতন হোসেন বলেন,
দুটি পৃথক দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার ওসি তদন্ত বুলবুল ইসলাম, আহতদের উদ্ধার করে বগুড়া
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: