odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণের পর যুবতীকে হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ September ২০১৮ ০০:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ September ২০১৮ ০০:৫২

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ধর্ষণের পর যুবতীকে হত্যার আলোচিত প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে গাজীপুরের টঙ্গি উপজেলার মরপুর এলাকা থেকে লিমা হত্যার প্রধান আসামী বাবুলের ছেলে খোকন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বিষয়ে সোমবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কেটের পিছনে ইছামতি নদীর তীরবর্তী এলাকা থেকে বাড়ৈখালী গ্রামের মতিনের মেয়ে লিমা আক্তার (১৮) এর লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। এ ঘটনার পর হতে হত্যা মামলার প্রধান আসামী বাবুলের ছেলে চাঁন মার্কেটের দর্জি ঘর নামে কাপড়ের দোকানের মালিক খোকন পলাতক ছিল। ঘটনার পর থেকে পলাতক আসামী গ্রেপ্তার করার জন্য থানা পুলিশের কয়েকটি টিম কাজ করে আসছিল।

গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মাকসুদা লীমার নেতৃত্বে শিক্ষানবিশ এএসপি রাশেদুল ইসলাম, শ্রীনগর থানার তদন্ত ওসি মাসুদুর রহমানসহ পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মাকসুদা লীমার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার পর পরই আমাদের পুলিশের কয়েকটি টিম আসামীকে গ্রেপ্তারের জন্য ঢাকার লালবাগ,কেরানীগঞ্জ,গাজীপুর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছিলেন। অবশেষে গাজীপুর থেকে ধর্ষণের পর হত্যার আসামী খোকনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: