odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলে সাবেক দুই ইউপি সদস্য আপত্তিকর অবস্থায় আটক হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ September ২০১৮ ০৩:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ September ২০১৮ ০৩:১২

টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলে সাবেক দুই ইউপি সদস্য আপত্তিকর অবস্থায় আটক হয়েছে। শুক্রবার ১২টায় হাসাইল-বানারী ইউনিয়নের বানারী চরে ইউনিয়নটির সাবেক মেম্বার (পুরুষ) আলী আকবর ঢালী ও মহিলা মেম্বার নারগিস স্থানীয়দের দ্বারা আপত্তিকর অবস্থায় আটক হন। স্থানীয়বাসিন্দা জাকির, সুজন, হৃদয়, আলামিন, শহীদ, খায়ের দু’জনকে চরের ধঞ্চে ক্ষেত থেকে যৌনসংযমরত অবস্থায় আটক করেন। এ সময়ে সেখান থেকে বিছানার চাঁদর, লুঙ্গি, কাপড় সহ পরিধেয় বস্ত্র জব্দ করে স্থানীয়রা দু’জনকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের বাসায় এনে আটকে রাখেন। পরে সন্ধ্যায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জিম্মায় মহিলা মেম্বারকে ছেরে দেয়া হয় এবং পুরুষ মেম্বার দুপুরেই পালিয়ে যায়। জানা যায় ইতিপূর্বে ও তারা বিভিন্ন সময় অপ্রতিকর ঘটনা ঘটিয়েছে। আলী আকবর ঢালী স্থানীয় হোসেন ঢালীর পুত্র এবং ৭নং ওয়ার্ড মেম্বার ছিলেন আর নারগিস প্রবাসী মোজাম্মেল ঢালীর স্ত্রী ও সাবেক মহিলা মেম্বার। হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার জানান- আগামীকাল বিচারের জন্য স্থানীয়দের জিম্মায় তাদের ছেরে দেয়া হয়েছে। উভয়ে আপত্তিকর ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। টঙ্গীবাড়ি উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম জানান- সাবেক পুরুষ মেম্বারকে দুপুওে ছেরে দিয়ে মহিলা মেম্বারকে রাত পর্যন্ত আটকে রাখা ঠিক হয়নি। টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান- থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব



আপনার মূল্যবান মতামত দিন: