odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, সহ ছয়জন সিনিয়র সচিব হলেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ September ২০১৮ ০১:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ September ২০১৮ ০১:৪৮

আরও ছয় সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সিনিয়র সচিব হয়েছেন  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মাহফুজুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এসএম গোলাম ফারুক, পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম,  এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১১ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।



আপনার মূল্যবান মতামত দিন: