odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

নড়াইলের সার ডিলার ফারিয়া এন্টার প্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা!

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ September ২০১৮ ০৬:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ September ২০১৮ ০৬:৫০


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:গতকাল 

রবিবার(২৩সেপ্টেম্বর):{২৭৪}০১৬৭৭৪২১১২: নড়াইলের এম হাসান পলাশ নামে এক সার
ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ইউরিয়া সার বিক্রির দায়ে ৫০
হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়
জানান, শনিবার গভির রাতে নড়াইলের কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদার কার্যালয়ে
স্থাপিত আদালতে ওই জরিমানর আদেশ দেন। সে উপজেলার মহাজন বাজারের ফারিয়া
এন্টারপ্রাইজের মালিক ও ইসলামপুর গ্রামের মো.মোকছেদ মোল্যার ছেলে ।
পুলিশ জানায়, জেলার মাউলী ইউনিয়নের সরকার নির্ধারিত ওই সার ডিলার ইউরিয়া
সার ৫০ কেজির প্রতিবস্তা সরকার নির্ধারিত বিক্রয় মূল্য ৮০০ টাকার স্থলে ৯২০ টাকা
হারে বিক্রি করার সময় কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদার নিকট হাতেনাতে ধরা পড়লে
তিনি তাকে পুলিশে সপর্দ করেন। পুলিশ পরবর্তীতে তাকে ওই রাত ৮ টার দিকে ইউএনওর
কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ৫০ হাজার টাকা

তাকে পুলিশে সপর্দ করেন। পুলিশ পরবর্তীতে তাকে ওই রাত ৮ টার দিকে ইউএনওর
কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ৫০ হাজার টাকা
জরিমানার আদেশ দেন। #
কলকাতা-নড়াইল প্রীতি ফুটবল খেলায় পুলিশ সুপার
জসিম উদ্দিন পিপিএম'র ফুটবল নৈপ‚ণ্য দেখে সবাই
মুগ্ধ!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: আজ-
রবিবার(২৩সেপ্টেম্বর):{২৭৪}০১৬৭৭৪২১১২: কলকাতা-নড়াইল প্রীতি ফুটবল খেলায় পুলিশ
সুপারের নৈপ‚ণ্য ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ভেটারেন ফুটবল ক্লাব বনাম নড়াইলের প্রভাতী
সংঘের মধ্যকার প্রীতি খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়
জানান, গতকাল, নড়াইলের বীরশ্রেষ্ঠ ন‚র মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থা এবং প্রভাতী সংঘের আয়োজনে খেলাটি দারুণ উপভোগ
করেন দর্শকেরা। বিশেষ করে প্রভাতী সংঘের অধিনায়ক নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ
জসিম উদ্দিন পিপিএম এর ফুটবল নৈপ‚ণ্য দেখে মুগ্ধ হন সবাই। উভয় দলই ভালো খেলায় শেষ
পর্যন্ত গোলশ‚ন্য ড্র হয়। খেলা শেষে প্রভাতী ফুটবল দলের অধিনায়ক নড়াইলের পুলিশ
সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এবং পশ্চিমবঙ্গের বেঙ্গল ভেটারেন ফুটবল ক্লাবের
অধিনায়ক পার্থ রায়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। এ
সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,
জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি, ক্রীড়া সংগঠক কৃঞ্চপদ দাশ, আব্দুর রশিদ মন্নু,
ইউসুফ আলী, রাবেয়া ইউসুফ, আয়োজক কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান,
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, নড়াইল
প্রতিনিধি বাবলু, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়,
সভাপত্বি, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক
লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা),
বুলু দাস, ইমরান হোসেন পৈার কমিশনার মাহাবুব রহমান, নড়াইল জেলা অনলাইন
মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার
গণমাধ্যমকমীরা। খেলাটি পরিচালনা করেন শামীম আকবর খান, শ্যামল ঘোষ, হাফিজুর

রহমান সাগর ও নিউটন। নড়াইলের প্রভাতী সংঘের খেলোয়াড়রা হলেন-পুলিশ সুপার
মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (অধিনায়ক), সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী
হাসান, আশিস বিশ্বাস, নারায়ণ, চঞ্চল, পরিমল, আমিনুর, শিপন, বিশ্ব, উজ্জ্বল,
জাহাঙ্গীর, শাওন, আকবর, রাজু, টিপু, সমির ও আশা। ভারতের বেঙ্গল ভেটারেন ফুটবল
ক্লাবের খেলোয়াড়রা হলেন-পার্থ রায় (অধিনায়ক), কৌশিক চক্রবর্তী, সমরেশ কুন্ডু,
নান্টু দাশ, সৌরভ, কৃঞ্চ বণিক, অয়ন মজুমদার, পলাশ, অনুপ সাহা, নিহার, দীপক গাইন,
চন্ডি, নন্দ, সত্য, সুকান্ত, দীপক দত্ত ও অঞ্জন।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ 



আপনার মূল্যবান মতামত দিন: