odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

নড়াইলে মাকে রাস্তায় ফেলে আসা চাঞ্চল্য সৃষ্টিকারী ছেলেমেয়েকে গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ October ২০১৮ ০৬:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ October ২০১৮ ০৬:০৫

নড়াইলে মাকে রাস্তায় ফেলে আসা চাঞ্চল্য সৃষ্টিকারী
ছেলেমেয়েকে গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ আজ-শনি(২৯সেপ্টেম্বর):{২৭৪}০১৬৭৭৪২১১২:
নড়াইলে বৃদ্ধা মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে আসার বহুল সমালোচিত ঘটনায়
অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা ওই বৃদ্ধার ছেলে-মেয়ে। ওই বৃদ্ধার ভরন-
পোষণের দায়িত্ব নিতে চান না তার ছেলে-মেয়েদের কেউই। গ্রামের লোকজন
সহযোগিতার আশ্বাস দিলেও তারা রাজি হননি। একপর্যায়ে ছেলেমেয়েদের কেউ বৃদ্ধা
মাকে রাতের আঁধারে একটি বাঁশবাগানের নিচে গ্রাম্য রাস্তায় ফেলে রেখে আসে।
ভোরের দিকে গ্রামবাসী টের পেয়ে বৃদ্ধাকে সেখান থেকে উদ্ধার করে বড় ছেলে ডাকু
শেখের বাড়িতে নিয়ে যান। বৃদ্ধার ঠাঁই হয় ওই ছেলের বাড়ির বারান্দায়। এই খবর পেয়ে
থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল কুচিয়াবাড়ি গ্রামে গিয়ে বৃদ্ধার
খোঁজ-খবর নেন। পুলিশ এসেছে জানতে পেরে বৃদ্ধার তিন ছেলে পালিয়ে যান। তবে শেষ
রক্ষা হয়নি তাদের। ওই রাতেই পুলিশ বৃদ্ধার মেয়ে কুলসুম বেগম (৫৮), ছেলে ডাকু শেখ
(৬১) ও রাবু শেখকে (৪১) আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর
বিশ্বাস আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, চাঞ্চল্য সৃষ্টিকারী
ছেলেমেয়েদের আটক করে এই ঘটনার ব্যাপারে মামলা হচ্ছে বলে জানান ।
নড়াইলের হিন্দু অধ্যুষিত এলাকা



আপনার মূল্যবান মতামত দিন: