odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে মালেশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ October ২০১৮ ১৯:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ October ২০১৮ ১৯:০৪

বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার হাইকমিশনার নুর আশিকিন মোহ্দ তাইব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ, কে, এম শাহজাহান কামালের সাথে সাক্ষাত করেছেন। আজ সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।


বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ ও মালেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুইদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে বৈঠকে সম্মতি জ্ঞাপন করা হয়।


বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার হাইকমিশনার নুর আশিকিন মোহ্দ তাইব ভ্রাতৃ প্রতীম দু’ দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় ও পর্যটন আকর্ষণে বিমান চলাচল বাড়াতে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ, কে, এম শাহজাহান কামাল ফ্রিকোয়েন্সি বৃদ্ধির আশ্বাস প্রদান করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে দরপত্র আহ্বানসহ অন্যান্য কার্যক্রম পূর্ণ উদ্দ্যমে শুরু হয়েছে। এ ছাড়াও ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করতে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: