odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

বর্তমান সরকার শ্রম ও শ্রমিক বান্ধব: শ্রম সচিব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ October ২০১৮ ১২:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ October ২০১৮ ১২:৫০

গতকাল বগুড়ায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যান কেন্দ্রের ত্রিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সচিব আফরোজা খান বর্তমান সরকারের শ্রমিকদের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আরো বলেন— বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নমুলক কাজ হয়েছে। সে কারণেই বাংলাদেশ এখন বিশ্ববাসীর নিকট রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় শ্রমিক নেতাদের দাবির প্রেক্ষিতে আগামীতে পর্যায়ক্রমে ৫০ শয্যা হাসপাতাল ও কর্মজীবী নারীদের আবাসিক ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন সচিব। গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. বাকী উল্ল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহা-পরিচালক শিবনাথ রায়, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, গণপূর্ত বগুড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়ার সভাপতি আব্দুস সাত্তার তারা, বগুড়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, বগুড়া গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ’র সভাপতি আলমগীর হোসেন আলম, বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তালুকদার, হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলামিন। এসময় শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র’র উপ পরিচালক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শেষে বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যান কেন্দ্রের ত্রিতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর ফলক উম্মোচন করে কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার শ্রম ও শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের জীবন-মান উন্নয়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার দেশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যা বাস্তবায়ন হতে চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: