odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

নিলুফা ভিলায় অভিযানে প্রস্তুত সোয়াত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ October ২০১৮ ১২:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ October ২০১৮ ১২:৪২

নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদাইরচরে দুদিন ধরে ঘিরে রাখা নিলুফা ভিলায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোয়াত। ভিলার ৫০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে।

সকাল থেকে ওই ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তবে চূড়ান্ত অভিযান কখন শুরু হবে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধতন কর্মকর্তারা। জঙ্গি আস্তানা সন্দেহে গত ১৫ অক্টোবর, সোমবার সন্ধ্যা থেকে নরসিংদীর মাধবদী ও শেখের চর এলাকার দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে ভগিরথপুরের পঞ্চম তলা ভবনে ১৬ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ‘গর্ডিয়ান নট’ নামে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন: