odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

চৌদ্দগ্রামে জাল চেক ব্যবহার করে প্রায় ৬ লক্ষ টাকা আত্মসাৎ, প্রতারক সকিনা আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ October ২০১৮ ২২:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ October ২০১৮ ২২:০২

কুমিল্লার চৌদ্দগ্রাম ও তেরিপট্টি শাখা ইসলামী ব্যাংক থেকে জাল চেক এবং জমা রশিদ দিয়ে নিজের একাউন্টে পাঁচ লাখ ৮৩ হাজার টাকা স্থানান্তর করেছে সকিনা বেগম (২১) নামের এক মহিলা প্রতারক। মঙ্গলবার (১৬ অক্টোবর) তার বিরুদ্ধে প্রতারণার মামলা শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখা থেকে তাকে আটক করা হয়েছে। সকিনা জামালপুর জেলার ইসলামপুর থানার পশ্চিম বামনা গ্রামের দুলাল শেখের মেয়ে।

সে দীর্ঘদিন ধরে একইভাবে প্রতারণা করে আসছিল বলে জানা যায়। গত ১৫ অক্টোবর সোমবার দুপুরে সকিনা বেগম ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় এসে ইসলামী ব্যাংক লক্ষীপুর জেলার রায়পুর শাখার জনৈক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২ লাখ ৯০ হাজার টাকার একটি চেক প্রদান করে। অনুকুলে সকিনার ব্যক্তিগত অ্যাকাউন্টে ইসলামী ব্যাংক গাজীপুর শাখায় জমা দেয়ার জন্য রশিদ প্রদান করে। ব্যাংক থেকে শফিকুল ইসলামের মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে চেকে দেয়া নাম্বারে কল করলে জনৈক ব্যক্তি নিজেকে শফিকুল ইসলাম ও স্বাক্ষরটি নিজের বলে দাবি করে। এতে আশ্বস্ত হয়ে ব্যাংক থেকে প্রতারক সকিনার ব্যক্তিগত অ্যাকাউন্টে ২ লাখ ৯০ হাজার টাকা স্থানান্তর করা হয়। এরপর সে নিজের অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করতে চায়। নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাংক কর্মকর্তারা ৫ লাখ টাকা উত্তোলন না করার পরামর্শ দেন। কিন্তু প্রয়োজনের কথা বিবেচনা করে সকিনা ১ লাখ টাকা উত্তোলনের জন্য ব্যাংকের গাজীপুর শাখার একটি চেক দেয়। প্রতারক সকিনার কথায় সন্দেহ হলে ইসলামী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার অপারেশন অফিসার একেএম মাহবুব উল্যাহ তার ব্যাংক স্টেইটমেন্ট চেক করলে দেখতে পান একইভাবে প্রতারণার মাধ্যমে তেরিপট্টি শাখা থেকে ২ লাখ ৯৩ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করিয়েছে সে। এ ঘটনায় আটককৃত প্রতারক সকিনার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসান। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন জানান, ‘প্রতারক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে আর কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।



আপনার মূল্যবান মতামত দিন: