odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

নতুন অতিথি এলো বাপ্পা- তানিয়ার ঘরে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৯ ০৬:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৯ ০৬:২৩

 

featured-image
 
বুধবার সকালে কন্যা সন্তানের মাতা পিতা হলেন তানিয়া হোসেন এবং বাপ্পা মজুমদা।
 
 

কিছুদিন আগেই কাছের বন্ধুদের নিয়ে ঘটা করে 'বেবি শাওয়ার' অনুষ্ঠান পালন করেন বাপ্পা মজুমদার ও তার সহধর্মিণী তানিয়া হোসেন। কন্যা সন্তান আসছে তাদের পরিবারে - সেটি তখনই সবাই জানতে পেরেছিলেন।

সেই কন্যা সন্তান চলে এলো তাদের ঘরে।

সামাজিক মাধ্যমে দেওয়া বাপ্পা মজুমদারের পোস্ট থেকে জানা গেছে  তানিয়া এবং সন্তান দুই জনেই সুস্থ আছেন।

জন্মের আগে থেকেই কন্যার নাম ঠিক করে রেখেছিলেন এই দম্পতি। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

অন্যদিকে বাপ্পা মজুমদারের বন্ধু মহলে তার মেয়েকে পরী গানের নাম অনুসারে 'পরী' ডাকাও হতে পারে।

কন্যার জন্ম নেওয়ার খবর প্রকাশিত হতেই শুভেচ্ছার সাগরে ভাসছেন এই দম্পতি।   



আপনার মূল্যবান মতামত দিন: