odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ November ২০২০ ১৮:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ November ২০২০ ১৮:২৪

ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বরঃ

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকেরের (৭৬) ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় মন্ত্রী ড. হাছান মাহমুদ নন্দিত অভিনেতা আলী যাকেরকে বহুমুখী প্রতিভার অধিকারী পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে বলেন, তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার।

টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয় ব্যক্তিত্ব আলী যাকের তার অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে এদেশের অগণিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন, বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

-মীর আকরাম উদ্দীন আহম্মদ। পরিচালক-জনসংযোগ nijhum77@yahoo.com



আপনার মূল্যবান মতামত দিন: