
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, মূল্য সংযোজন করের (ভ্যাট) হার কমানোর সুযোগ নেই। একই সঙ্গে ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়েও কোনো পরিকল্পনা নেই।
আজ সিলেট নগরীর মদন মোহন কলেজ সরকারিকরণের অংশ হিসেবে স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর উপলক্ষে আয়োজিত ‘ডিড অব গিফট নিবন্ধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যবসায়ীসহ অনেকে ১৫ শতাংশ ভ্যাট প্রয়োগের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমার আর কোনো পরিকল্পনা নেই। তবুও বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে। সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, আগে ব্যাংকে ২০ হাজার টাকা রাখলেও শুল্ক দিতে হতো। এখন ১ লাখের নিচে টাকা রাখলে কোনো শুল্ক দিতে হবে না। ১ লাখ বা তদুর্ধ টাকার জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে।
ভ্যাট আইন আরো একবছর স্থগিত রাখার জন্য ব্যবসায়ীরা দাবি জানালেও এর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন ২০১২ সাল থেকে ঝুলে আছে। তাদের দাবিতে বারবার পেছানো হচ্ছে। আর পেছানোর কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, গত ১ জুন ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক গ্রাহকদের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেন। ওই প্রস্তাবে বলা হয়েছে- বছরের যে কোনো সময় ব্যাংক হিসাবে ১ লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে।
অপরদিকে, ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। এতে ভ্যাটের হার ১৫ শতাংশ ধার্য করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা তা কমানোর দাবি জানিয়ে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: