odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

নতুন পরিচয়ে মিথিলা

  বিনোদন ডেস্ক   | প্রকাশিত: ২৫ April ২০২২ ০১:৫৫

  বিনোদন ডেস্ক  
প্রকাশিত: ২৫ April ২০২২ ০১:৫৫

রাফিয়াত রশিদ মিথিলা, কাজ করছেন ওপার বাংলার বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েবে। তবে তার কাজ অথবা তাকে নিয়ে ওভাবে পরিচয় করিয়ে দেয়নি কেউ। এবার সেটা হলো। যার সূত্র ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ সিজন টু।
 
জানানো হলো, তার নাম হচ্ছে পরী। তবে আসল নাম বহ্নি। মূলত, ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তিতে মিথিলার পরিচিতি তুলে ধরা হয়েছে বিস্তারিত। 

সিরিজটিতে মিথিলাকে পাওয়া যাবে নীলকুঠি বা যৌনপল্লীতে। দেখা যাবে যৌনকর্মী হিসেবে। কীভাবে তিনি সেখানে গেলেন, কী করতেন কিংবা তার আসল নাম- এসব কিছুই রহস্য রেখেছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এবার তা জানালেন তিনি।

ভিডিওর শুরুতেই প্রশ্নকারীকে মিথিলা বলেন, ‘আপনি কে?’ কিন্তু প্রশ্নকারী তার পরিচয় না দিয়ে মিথিলাকে প্রশ্ন করার অনুমতি চান। জানতে চান তার পরিচয়? উত্তরে মিথিলা বলেন, ‘আমি নিজেই তো আমার পরিচয় জানি না। আমার আসল নাম বহ্নি। পরীও বলতে পারেন। নীলকুঠির বিবেচনায় নতুন নাম দেওয়া পরী।’

৪ মিনিটের ভিডিওতে মিথিলা জানান আরও তথ্য। যা বাড়িয়ে দিয়েছে ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুম দেখার আগ্রহ। 

এর আগে, ‘মন্টু পাইলট’র প্রথম সিজনে সৌরভ দাসের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা। এটি নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজটি আগামী ২৯ এপ্রিল উন্মুক্ত হচ্ছে হইচই অ্যাপে।



আপনার মূল্যবান মতামত দিন: