ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বাজেট উচ্চভিলাষী, আশ্বাস সংক্ষিপ্ত : বিশ্ব ব্যাংক

gazi anwar | প্রকাশিত: ২০ জুন ২০১৭ ১৩:৪৮

gazi anwar
প্রকাশিত: ২০ জুন ২০১৭ ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের বাজেট উচ্চভিলাষী, আশা দীর্ঘ কিন্তু আশ্বাস সংক্ষিপ্ত বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও জানিয়েছে এ দাতা সংস্থা।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংক কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের এসব বিষয় তুলে ধরা হয়।
চ্যালেঞ্জগুলো হলো- ব্যাংকিং খাতে নানা দুর্বলতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দাম বৃদ্ধির ভিত্তি পরিষ্কার না করা, সঞ্চয়পত্রের সুদের হারের ভিত্তি পরিষ্কার না করা, বৈদেশি মুদ্রা বিনিময় করার ক্ষেত্রে নিজস্ব গতিতে চলতে দেওয়া ও চালের আমদানি শুল্ক না কমানো।



আপনার মূল্যবান মতামত দিন: