ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

জাতীয় সংসদে আলোচনার পর ভ্যাটের সিদ্ধান্ত : মুহিত

Admin 1 | প্রকাশিত: ২০ জুন ২০১৭ ২২:৪৭

Admin 1
প্রকাশিত: ২০ জুন ২০১৭ ২২:৪৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের সিদ্ধান্ত ২৮ জুন জাতীয় সংসদে আলোচনার পর ঘোষণা করা হবে।
আজ অর্থ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন,‘নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে। আমরা নতুন ভ্যাট আইন বাস্তবায়নের সিদ্ধান্ত ঘোষণা করব যখন বাজেট পাশ হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) ২০১৫-১৬ অর্থবছরের (এফওয়াই১৬) মোট ৬৪ কোটি টাকা ডিভিডেন্ড হস্তান্তর করে।
অর্থমন্ত্রী বলেন, সংসদে বাজেট অধিবেশন চলাকালে বাজেট সংক্রান্ত বিষয় বাইরে বলার কোন সুযোগ নেই।
ব্যাংক হিসাবে প্রস্তাবিত আবগারী শুল্ক প্রসঙ্গে তিনি বলেন,এই সিদ্ধান্ত পরিবর্তন হবে যখন জাতীয় সংসদে বাজেট পাস হবে। অর্থমন্ত্রী মুহিত ১ জুন তার বাজেট বক্তৃতায় প্রস্তাবিত নতুন ভ্যাট ও সম্পুরক কর আইন ২০১২বাস্তবায়নের কথা বলেন যা শতকরা ১৫ শতাংশ হারে প্রয়োগ করা হবে।
মুহিত ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ কিন্তু ১০ লাখ টাকার বেশি নয়, এমন জমার (ব্যালেন্স) ক্ষেত্রে বর্তমানে প্রদেয় আবগারী শুল্ক পাঁচশ’ টাকার পরিবর্তে আটশ’ টাকা ধার্যের প্রস্তাব করেছেন।
একইভাবে, ব্যালেন্স ১০ লাখ টাকা কিন্তু এক কোটি টাকার বেশি নয় এমন ক্ষেত্রে দেড় হাজার টাকার পরিবর্তে আবগারী শুল্ক আড়াই হাজার টাকা, ব্যালেন্স এক কোটি টাকা কিন্তু পাঁচ কোটি টাকার বেশি নয় এমন ক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকার পরিবর্তে ১২ হাজার এবং পাঁচ কোটি টাকার বেশি ব্যালেন্সের জন্য ১৫ হাজারের স্থলে ২৫ হাজার টাকা আবগারী শুল্ক ধার্যের প্রস্তাব করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: