ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
তারকা জুটি

তাহসান-মিথিলার বিচ্ছেদ

shahidul Islam | প্রকাশিত: ২১ জুলাই ২০১৭ ০৯:৪৪

shahidul Islam
প্রকাশিত: ২১ জুলাই ২০১৭ ০৯:৪৪

অধিকারপত্র প্রতিবেদক : দেশের বিনোদন জগতের অন্যতম সেরা আলোচিত তারকা জুটি তাহসান-মিথিলার মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। দীর্ঘ এক দশক সংসারের পর তারা পারস্পরিকভাবে এ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাহসান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দু'জনের মধ্যে বিচ্ছেদের এই খবর জানান।

ইংরেজিতে লেখা পোস্টে তাহসান বলেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমরা যৌথভাবে ডিভোর্স নিতে যাচ্ছি। কয়েক মাস ধরে চলা আমাদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পর অমরা সিদ্ধান্ত নিয়েছি- সামজিক চাপে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে আমাদের পৃথক হওয়া উত্তম।

ফেসবুক ওই পোস্টের নিচে তাহসান ও মিথিলা উভয়ের নাম লেখা রয়েছে। যেটা মূলত উভয়ের একই বক্তব্য স্পষ্ট করা হয়েছে।
ওই বার্তায় আরো বলা হয়, আমরা উপলব্ধি করছি এমন সিদ্ধান্তে সম্ভবত আপনারা কষ্ট পাবেন, এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

ফেসবুকে পোস্ট করা তাহসানের বার্তাটি হুবহু তুলে ধরা হলো-

'It is with heavy hearts that we would like to jointly announce that we are getting divorced.
After several months of trying to reconcile our differences, we have decided that we would rather go separate ways than be in a relationship out of social pressure.

We realize that this probably comes as a shock to a lot of you and we wholeheartedly apologize about that.

We have always conducted our relationship with dignity and grace, and we hope that as we consciously uncouple and co-parent, we will be able to continue in the same manner.

We hope you will all treat us both with kindness during this difficult phase of our lives.'

- Tahsan and Mithila

প্রেম করে তাহসান-মিথিলা জুটি ২০০৬ সালে বিয়ে করেন। সংসার জীবনের ১১ বছর কাটিয়ে তারা এই পৃথক হওয়ার সিদ্ধান্ত নিলেন। দু'জনের এক মেয়ে শিশু সন্তান রয়েছে। তার নাম আইরা তাহরিম খান।

তাহসান রহমান খান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। তার জন্ম ১৯৭৯ সালে ১৮ অক্টোবর। বিভিন্ন নাটকে অভিনয় করে দেশের তরুণ প্রজন্মের কাছে তিনি আইকন হিসেবে সমাদৃত।

রাফিয়াত রশিদ মিথিলার জন্ম ১৯৮৪ সালের ২৫ মে। তিনি মিথিলা নামেই বেশি পরিচিত। তিনি একাধারে জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং মডেল। তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমিতে। আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে। তিনিও অসংখ্য নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: