odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
.

দীপিকা-রণবীর প্রেম বিচ্ছেদ!

shahidul Islam | প্রকাশিত: ২৭ July ২০১৭ ১১:৪৮

shahidul Islam
প্রকাশিত: ২৭ July ২০১৭ ১১:৪৮

অধিকারপত্র ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাড়ুকোনে ও রণবীর সিংয়ের মধ্যে প্রেমে বিচ্ছেদ ঘটেছে বলে ডেকান ক্রনিক্যালের প্রতিবেদনের দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এখনই বিয়েতে রাজি নন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনে, তাই সম্পর্ক থেকে বেরিয়ে এলেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিং। রণবীর সিং নাকি অনেক দিন ধরেই দীপিকাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। কিন্তু দীপিকা পাড়ুকোনে তাতে কিছুতেই রাজি নন।

৩১ বছর বয়সী দীপিকার ভাষ্য, এখন সাতপাঁকে বাঁধা পড়লে তা তার বলিউড কেরিয়ারে প্রভাব ফেলবে। সতাই এখনই বিয়ে নয়।

এরপরই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রনবীর। তবে শোনা যাচ্ছে, দীপিকা আর হলিউড তারকা ভিন ডিজেলের সম্পর্কের গুঞ্জনও নাকি দীপিকা আর রণবীরে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।

অবশ্য অনেকে বলেছেন, সম্পর্ক থেকে 'মুভ অন' করে রণবীর অন্য একজনের সঙ্গে ডেট করছেন! তবে কার সঙ্গে বলিউডের হার্ট থ্রব রণবীর সিং ডেট করেছেন এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সূত্র: জি-নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: