odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

মালয়েশিয়ার ‘পুলাউ' সিনেমা মুক্তির আগেই ১০ দৃশ্য কর্তন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ March ২০২৩ ২২:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ March ২০২৩ ২২:০৬

মুক্তির আগেই মালয়েশিয়ার ‘পুলাউ’ নামের এক সিনেমা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। দেশটিতে সিনেমা নিয়ে এমন বিতর্ক গত কয়েক বছরে দেখা যায়নি। গত ১৬ জানুয়ারি অতিপ্রাকৃত থ্রিলার সিনেমাটির ট্রেলার প্রকাশের পরই বিতর্কের সূত্রপাত। সিনেমায় ‘যৌনতা নিয়ে ইঙ্গিতপূর্ণ’ দৃশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ। খবর দ্য স্টারের
বিতর্কের মধ্যে সিনেমাটি নিষিদ্ধ করেছে দেশটির তেরেঙ্গানু রাজ্য। রাজ্যের কোনো সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না। আরও কয়েকটি রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
এর মধ্যে সেন্সর ছাড়পত্র পেতেও কাঠখড় পোড়াতে হয়েছে সিনেমার প্রযোজককে। প্রযোজক ফ্রেড চং জানান, সেন্সর বোর্ডে জমা দেওয়ার আগে ছয়টি দৃশ্য কর্তন করেছেন তিনি। সেন্সর বোর্ডে আরও চারটি কাটতে হয়েছে, সাকল্যে ১০টি দৃশ্য বাদ পড়েছে।
তেরেঙ্গানু রাজ্য বাদে ৯ মার্চ মালয়েশিয়ায় ১২৪ সিনেমা হলে মুক্তি পাবে ‘পুলাউ’। সিনেমাটি নিয়ে খুব আশাবাদী ফ্রেড চং। তিনি দ্য স্টারকে বলেন, ‘আমি আশা করছি, সিনেমাটি দেখার আগেই দর্শকরা বিচার করবে না। সিনেমায় বেশ কিছু বিষয়ে গভীর বার্তা দেওয়া হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: