odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

অস্কার সঞ্চালক কিমেলের প্রস্তুতি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ March ২০২৩ ০২:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ March ২০২৩ ০২:০১

তৃতীয়বারের মতো অস্কার সঞ্চালনা করতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় সঞ্চালক, অভিনেতা জিমি কিমেল। ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অস্কারের মঞ্চে উপস্থিত সকলকে মাতিয়ে রাখার দায়িত্ব পালন করবেন কিমেল।

গত বছর অস্কারের মঞ্চে ঘটে যাওয়া বিব্রতকর ঘটনা এড়াতে এবার সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কিছুদিন আগে অস্কার কর্তৃপক্ষ জানায়, এবার অস্কারের মঞ্চে তৈরি থাকবে ‘ক্রাইসিস টিম’। যেকোনো অপ্রতীতিকর ঘটনা এড়াতে কাজ করবে এই টিম। তবে এরই মধ্যে সঞ্চালক জিমি কিমেল জানালেন, যদি আবারও চড়কাণ্ডের মতো ঘটনা ঘটে, তাহলে তিনি দৌড়ে পালাবেন।
গত বছর অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বিতর্কিত এক ঘটনার জন্ম দেন অভিনেতা উইল স্মিথ। এই অপরাধে স্মিথকে আগামী ১০ বছরের জন্য একাডেমি ইভেন্টে যোগদানের ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: