odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ইলিয়াস কাঞ্চন ও নিপুণের ওপর রাগ ঝাড়লেন নূতন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ March ২০২৩ ০৫:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ March ২০২৩ ০৫:১৭

‘কথা বললেই সম্মান হারানোর ভয়ে আমরা সিনিয়র শিল্পীরা এখন বোবা হয়ে গেছি। সঙ্গে আবার ক্ষমতার দাপটও আছে। তবে আমি মৃত্যু ছাড়া বোবা হতে চাই না। আর ছোট থেকেই ভয় একটু কম,’ এ ভাবেই শিল্পী সমিতির নেতাদের ইঙ্গিত করে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী নূতন।

উত্তেজিত হয়ে নূতন ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘এই ভুলে যাওয়া, বুঝে না বুঝে সম্মান ঘাটতির খেসারত দিতে গিয়ে আজ চলচ্চিত্র ধ্বংস। সিনিয়ররা মৃতপ্রায় চলচ্চিত্রে নির্বাচনে অনীহা বলেই অনেকে এই সুযোগ নেয়। ইলিয়াস কাঞ্চন সাহেব নেতা হওয়ার আগে, একজন অভিনেতা, বন্ধু, সেই সোনালি যুগের সাক্ষী। তাকে তা মাথায় রাখা উচিত। তা ছাড়া একজন সিনিয়র শিল্পীও এ ব্যাপারে কথা বললেন না? আজ রোজি আফসারী নাই তাই কথা নাই, স্বার্থ নাই। কাল আমি না থাকলেও কোনো কথা হবে না।’ এ সময় ইলিয়াস কাঞ্চনকে এ কথা স্মরণ করিয়ে দেন।

গত ৯ মার্চ ছিল অভিনেত্রী রোজি আফসারীর মৃত্যুবার্ষিকী। অথচ এই দিনে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এই অভিনেত্রীকে সম্মান না করায় ক্ষোভ প্রকাশ করে নূতন। এটাকে অসম্মান উল্লেখ করে তিনি লিখেছেন, ‘প্রায়ই দেখা যায় সিনিয়রদের শিল্পী সমিতি থেকে জন্ম–মৃত্যুবার্ষিকীতে সম্মান জানানো হয় না। নিজের সংগঠনই যদি নিজেদের কাউকে মনে না রাখে, তাহলে পরবর্তী প্রজন্ম কীভাবে চিনবে–জানবে। একজন রোজিকে নিয়ে না ভাবা বর্তমান শিল্পী সমিতির জন্য ব্যর্থতা। ইলিয়াস কাঞ্চন একজন গুণী সিনিয়র শিল্পী, সে আমার বন্ধু। সে সব সময় রাগী, একরোখা, সততার একটা মনোভাব নিয়ে থাকে। যা সে লালন করে, তবে তার এই গুণের পাশাপাশি তাকে আবেগপ্রবণ হওয়া উচিত। তা না হলে তার এই একরোখা স্বভাব মূল্যহীন হয়ে যাবে।’



আপনার মূল্যবান মতামত দিন: