odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

দুইবারের অস্কারজয়ী বাজে অভিনেতা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ March ২০২৩ ২০:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ March ২০২৩ ২০:০৬

দুয়ারে কড়া নাড়ছে অস্কার। রীতি মেনে একদিন আগেই ঘোষণা হলো রেজি। এই প্যারোডি পুরস্কারটিতে বাজে সিনেমা, অভিনয়শিল্পীদের ‘পুরস্কৃত’ করা হয়। তবে এবারের রেজিতে বড় চমক টম হ্যাংকস। গত শনিবার রাতে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে দুইবার অস্কারজয়ী এই অভিনেতাকে দেওয়া হয়েছে দুটি রেজি। 

বাজে সিনেমার পুরস্কার হলে কী হবে, অস্কারের ঠিক আগেভাগে প্রদত্ত এই অ্যাওয়ার্ডটি ভালোই উপভোগ করেন সিনেমাপ্রেমীরা। রেজি কর্তৃপক্ষ নিজেদের বলে অস্কারের ‘আগলি কাজিন’। এবারের অস্কারে আট ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এলভিস। তবে মুক্তির পর থেকেই ছবিটিতে টম হ্যাংকসের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। রেজির ভোটাররা তাই বাজে পার্শ্ব–অভিনেতা হিসেবে হ্যাংকসকেই বেছেছেন। ছবিতে অদ্ভুত উচ্চারণ আর উপস্থিতির জন্য বাজে স্ক্রিন কম্বো ক্যাটাগরিতেও তাঁকে বেছে নেওয়া হয়েছে।

তার চেয়ে বড় কথা, জোড়া নয়, তিনটি রেজিও পেতে পারতেন হ্যাংকস। বাজে অভিনেতার ক্যাটাগরিতেও তিনি মনোনীত হয়েছিলেন কি না! তাঁকে অবশ্য বাঁচিয়ে দিয়েছেন জারেড লেটো, মরবিয়াস ছবিতে তাঁর পারফরম্যান্সের ‘স্বীকৃতি’ পেয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: