ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৭ ১৮:৫৬

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৭ ১৮:৫৬

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৮৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪ কোটি ২৫ লাখ টাকা কম। বুধবার পুঁজিবাজারে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৬  পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১০৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: