
দক্ষ, স্বচ্ছ ও শক্তিশালী পুঁজিবাজার বির্নিমাণের লক্ষ্যে সম্পূর্ণ সরকারী অর্থায়নে পরিচালিত জাতীয় প্রতিষ্ঠান- বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। বিআইসিএম পুঁজিবাজারে ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিদের জন্য এবারই প্রথম এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) এর ডে প্রোগ্রাম শুরু করছে। সাধারণত চাকুরীজীবী নন এমন স্নাতক ডিগ্রীধারী ব্যক্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রোগ্রামটি দিনের বেলায় পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ইন্সটিটিউট শুধুমাত্র পিজিডিসিএম এর সন্ধ্যাকালীন প্রোগ্রাম পরিচালনা করেছে।
ইতোমধ্যেই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট এর ডে প্রোগ্রাম- ১ম ব্যাচ (সামার- ২০১৭) এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী ব্যক্তি আগামী ৩১ আগস্ট, ২০১৭ তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদনপত্র বিআইসিএম এর ওয়েবসাইট (www.bicm.ac.bd) এবং পিজিডিসিএম প্রোগ্রাম অফিস [বিজিআইসি টাওয়ার (নীচ তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০] থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে বিআইসিএম এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার জমা দিতে হবে। এছাড়া, ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য ইন্সটিটিউটের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অথবা এ বিষয়ে সরাসরি ০২-৪৭১১৮৪৫১/০২-৯৫৮৮৫০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
৩৬ ক্রেডিট বিশিষ্ট প্রোগ্রামটি তিনটি ট্রাইমেস্টারে পরিচালিত হবে। পুঁজিবাজারে পেশাগত শিক্ষা ও উৎকর্ষতার গুরুত্ব এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বেকার যুবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে পিজিডিসিএম এর সন্ধ্যাকালীন প্রোগ্রামের থেকে অধিকতর স্বল্পমূল্যে প্রোগ্রামটি অফার করা হয়েছে। প্রোগ্রামটি শেষ করতে একজন প্রার্থীর সর্বমোট ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) টাকা খরচ হবে, যা তিনটি কিস্তিতে পরিশোধ করা যাবে। ইন্সটিটিউট কর্তৃপক্ষ কোর্স এবং ইহার বিষয়বস্তু যুগোপযোগী রাখার প্রয়োজনে প্রোগ্রামটিতে যেকোন পরিবর্তন আনতে পারবেন।
১৯ আগস্ট ২০১৭/এসএইচএস-সংবাদ বিজ্ঞপ্তি
আপনার মূল্যবান মতামত দিন: