
বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই! ইন্নালিল্লাহি………………রাজিউন (জন্ম ২৩ জানুয়ারি, ১৯৪২- মৃত্যু” ২১ আগষ্ট ২০১৭), রাজ্জাক পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের) কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পাঁচ সন্তানসহ বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাগুফা আনোয়ার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যিনি বাংলা সিনেমায় নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত।
ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক হিসেবে সুনাম অর্জন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: