odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
নায়করাজের মরদেহ

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দাফন বনানীতে

MASUM | প্রকাশিত: ২২ August ২০১৭ ১০:৩৬

MASUM
প্রকাশিত: ২২ August ২০১৭ ১০:৩৬

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দাফন বনানীতেশেষ শ্রদ্ধা ও জানাজার জন্য নায়করাজ রাজ্জাকের মরদেহ আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) নেওয়া হবে। এরপর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানীতে দাফন করা হবে। গতকাল সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজ্জাকের মরদেহ প্রথমে সকাল ১০টায় এফডিসিতে নেওয়া হবে। সেখানে জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তাঁর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজার পর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।



আপনার মূল্যবান মতামত দিন: