ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

‘দেশে ক্ষুদ্র ঋণ বলতে কিছু নেই: অর্থমন্ত্রী

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৭ ১৩:২৭

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৭ ১৩:২৭

 

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ওর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি  বলেন, দেশের মানুষ এখন সঞ্চয়মুখী। ‘১৯৮৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে মানুষের মধ্যে সঞ্চয়ের বৃত্ত (ইচ্ছা) তৈরি হয়েছে। মানুষ এখন সঞ্চয়মুখী হচ্ছে। এটি একটি সামাজিক পরিবর্তন।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস, ব্যাংকের ঊর্ধ্ব কর্মকর্তারা, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান প্রমুখ।

তিনি আরও বলেন, ‘দেশে ক্ষুদ্র ঋণ বলতে কিছু নেই। মানুষ এখন গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে। এ ঋণ নিয়ে কৃষি ব্যবসা করছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ৪৮৫ শাখা এক সঙ্গে অনলাইনের অন্তর্ভুক্ত হওয়া তথ্য প্রযুক্তির একটি বড় সুফল। বাংলাদেশের আরও কোনও ব্যাংকের এতো সংখ্যক শাখা এক সঙ্গে অনলাইনের আওতায় আসেনি।’



আপনার মূল্যবান মতামত দিন: