odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

চলে গেলেন আবদুল জব্বার : শহীদ মিনারে শেষ শ্রদ্ধা কাল

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ August ২০১৭ ১৬:৩১

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ August ২০১৭ ১৬:৩১

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আবদুল জব্বারকে শেষ শ্রদ্ধা জানানো হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দেশের সবস্তরের মানুষ এখানে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আবদুল জব্বারের জানাজা অনুষ্ঠিত হবে। তবে তাকে কোথায় সমাহিত করার হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া গান ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার সঙ্গে বাড়িয়েছিল মনোবল।’

দরাজ কণ্ঠের শিল্পী আবদুল জব্বার বুধবার সকাল ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর



আপনার মূল্যবান মতামত দিন: