odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

হাসপাতালে মোশাররফ করিম

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ August ২০১৭ ১৭:৪৯

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ August ২০১৭ ১৭:৪৯

হাসপাতালে অভিনেতা মোশাররফ করিম। মঙ্গলবার (২৯ আগস্ট) পুবাইলে একটি নাটকের কাজ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তাকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

গত সপ্তাহে সাগর জাহানের ‘ম্যারেড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নামের একটি ঈদ নাটকের কাজ করছিলেন তিনি। এরপর বিরতিহীনভাবে গত চার দিনে দুটি নাটকের কাজে অংশ নেন তিনি। ঈদ ঘনিয়ে আসায় উপায়ও ছিল না তার। মূলত বেশি পরিশ্রমের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বুধবার সাগর জাহান বললেন, ‘অসুস্থতার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। তাকে উত্তরার লুবনা হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানকার সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। এখন অনেকটাই স্বাভাবিক আছেন।



আপনার মূল্যবান মতামত দিন: