odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা নারী নিহত

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ৫ June ২০২৩ ১৬:৪২

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫ June ২০২৩ ১৬:৪২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাসুদা আক্তার (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। মাসুদাকে বাঁচাতে গিয়ে তার শ্বশুর, শাশুড়ি ও ঝা-সহ আহত হয়েছেন অন্তত তিনজন।  

রোববার (৪ জুন) সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের খাকগড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মাসুদা আক্তার খাকগড়া গ্রামের মো. ফরিদ মিয়া'র স্ত্রী।

নিহতের স্বামী মো. ফরিদ মিয়া বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে জিআই তারে কাপড় শুকাতে দিয়েছিল মাসুদা। কাপড় শুকানোর তারে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় ঘরের লাইন থেকে। কাপড় ধরতে গেলে মাসুদা বিদ্যুতায়িত হয়। ঘটনা দেখে বাবা-মা, ভাবী আমার স্ত্রীকে বাঁচাতে ছুটে যান। এতে তারা সবাই বিদ্যুতায়িত হয়ে পড়েন। 

বাড়ির অন্যান্য লোকজন গিয়ে বিদ্যুৎ লাইনের মেইন সুইচ বন্ধ করে তাদের সবাইকে উদ্ধার করেন। পরে তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাসুদাকে মৃত ঘোষণা করেন। আর আমার বাবা আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠান। অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। মাসুদা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তিনি।

আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য শ্বশুর আব্দুর রহমানকে (৭০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: