
নেত্রকোনা জেলার আটপাড়ায় ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ ট্রাক্টর সড়ক থেকে ক্ষেতে পড়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেলে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক মো. মোজাম্মেল (৩০)। তিনি আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে। আহত রাজন একই গ্রামের বাসিন্দা, তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম। তিনি বলেন, ‘ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: