ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বাজেটের সফল বাস্তবায়নেই দেশের অর্থনীতি সচল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৩ ০৩:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২৩ ০৩:০৮

বৈশ্বিক করোনা মহামারি সফলভাবে মোকাবেলা করে চলতি অর্থ বছরের বাজেট সফলভাবে বাস্তবায়ন করার ফলে অর্থনীতির চাকাকে সচল রাখা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সময়োপযোগী বলিষ্ঠ নেতৃত্বে নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনীতি ঘুরে দাড়াঁতে পেরেছে। দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পথে অগ্রসরমান।'

জাতীয় সংসদে আজ সোমবার ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয় বিকেল ৫টা ৩ মিনিটে। শুরুতে দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এরপর রিপোর্ট উপস্থাপন, আইন প্রণয়ন কার্যাবলী এবং এরপরই সসম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: