
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়ন বিএনপির দলিয় কার্যালয়ে রাতের আধারে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার দিকে ঘটে এই ঘটনা। এ নিয়ে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্যরা জানান, শুক্রবার বাদ জুমা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেত্রী বৃন্দরা মিলাদ ও দোয়ার আয়োজন করি। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার আমাদের ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়টি ধুয়ে মুছে পরিষ্কার করে সন্ধ্যার পরে আমরা সেখান থেকে চলে আসি। এশার নামাজের পর লোকের মাধ্যমে জানতে পারি উপজেলা বিএনপির আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহর দেয়া পকেট কমিটির সভাপতি হাবিব সরকার সাধারণ সম্পাদক বিপ্লবসহ চার পাঁচ জন লোক এসে পার্টি অফিসে তালা মেরে যায়। যাতে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে না পারি।
স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন রাতে বিএনপির সভাপতিসহ ২০/২৫ জন লোক এসে তালা লাগিয়ে গেছে।
বয়রাগাদি ইউনিয়ন বিএনপি ‘র সদ্য সাবেক আহবায়ক মোজাম্মেল হাওলাদার বলেন, ইউনিয়ন বিএনপির নতুন কমিটিটি আমাদের আহবায়ক কমিটির একত্রিশ জন আহ্বায়ক সদস্যের মধ্যে ২০ জন সদস্যই বয়কট করেছি। তাদের এই কমিটি আমরা আমাদের ইউনিয়ন বিএনপির কাঙ্খিত আশা পূরণ হয়নি। এই বিএনপির কমিটি একটি পকেট কমিটি। এই কমেডি কাউন্সিল হলে কাউন্সিলর তাদেরকে নির্বাচিত করতেন না। তারা বয়রাগাদির স্থানী বাসিন্দা না। যদি আহ্বায়ক সদস্যদের পরামর্শ ক্রমে কমিটি করতো তাহলেও আমরা মেনে নিতাম।আওয়ামীলীগের নেতা নিয়ে তারা দল চালান। তারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান দুই পক্ষই করতে চেয়েছিল শনিবার। এ নিয়ে বিরোধ থাকায় আমি উভয়পক্ষকে দলীয় কার্যালয়ের বাইরে অনুষ্ঠান করতে বলি। এতে দেলোয়ার চাকলাদার দলীয় কার্যালয়ে তালা মারে। আমরা তার কাছে চাবি চাইতে গেলে সে আমাদের চাবি না দেওয়ায় রাতে জুয়েল ভূঁইয়া সেখানে আরেকটি তালা মারে।
আপনার মূল্যবান মতামত দিন: