ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল আইসিবি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ১৩:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ১৩:০৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পুরো শেয়ার ছেড়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পাশাপাশি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা প্রতিনিধিকেও সরিয়ে নিয়েছে আইসিবি।

ব্যাংকটির ২.০৭ শতাংশ শেয়ার ছিল আইসিবির কাছে। ব্যাংকটিতে পরিচালক ছিলেন আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু তাহের মো. আহমেদুর রহমান। 

জানা গেছে, ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে তাতে সরকারের শেয়ার ছিল। এরপর বেশির ভাগ সময় আইসিবির প্রতিনিধি ব্যাংকটির পরিচালক পদে ছিলেন।

গত মে মাসে হাতে থাকা ইসলামী ব্যাংকের পুরো তিন কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয় আইসিবি। এরপর ৩১ মে ব্যাংকের ৩২২তম পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালকের প্রত্যাহারের বিষয়টি অনুমোদন হয়।



আপনার মূল্যবান মতামত দিন: