odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

মুন্সিগঞ্জে আ'লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ June ২০২৩ ০৪:৫২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ June ২০২৩ ০৪:৫২

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মুন্সিগঞ্জে পালন করা হয়েছে। আজ শুক্রবার (২৩জুন) সকাল ১০ টার দিকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আ'লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। 

পরে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সদর উপজেলা আ'লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।  

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত হয়।এছাড়াও একই সময় স্বাধীনতা সংগ্রামে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। পরে একে একে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।  

এ সময় উপস্থিতি ছিলেন জেলা'লীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা মহিলা আ'লীগের আহবায়ক তহুরা জামান জোছনা, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, শহর আ'লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, চরকেওয়ার ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, নারীনেত্রী সামসুন্নাহার শিল্পী প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: