ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শহীদ জননী জাহানারা ইমামের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ১৬:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ১৬:৩৩

শহীদ জননী জাহানারা ইমামের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন সোমবার। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সানাই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের প্রেরণার উৎস। আজ সকাল ৮টায় ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

জাহানারা ইমাম একাধারে একজন বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলনের নেত্রী। তাঁর সবচেয়ে আলোচিত বই ‘একাত্তরের দিনগুলি’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে।

বইয়ের প্রধান চরিত্র তাঁর বড় ছেলে শাফী ইমাম রুমী। রুমী মুক্তিযুদ্ধে কয়েকটি গেরিলা অপারেশনের পর পাকিস্তানিদের হাতে শহীদ হন।



আপনার মূল্যবান মতামত দিন: